দেশজুড়ে

সীতাকুণ্ডে মরা গরুর মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৫:৪১:৩৪ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রি করায় ৩ মাংস বিক্রেতাকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হচ্ছে জমির উদ্দীন (৩৮), ইদ্রিস (৪৮), মোশারফ হোসেন (৩৫)। অভিযুক্তরা সবাই মধ্যম মহাদেবপুর বাড়বকুণ্ড রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।

আজ রবিরাব (২৪ মে) সকাল ১১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। জানা যায়, কয়েকজন ক্রেতা মাংস কিনতে এসে দেখতে পান এক পাশ থেকে মাংস এনে অন্যপাশে মাংসের সঙ্গে মেশানো হচ্ছে। কাছে গেলে পঁচা গন্ধ পেয়ে কসাইয়ের নিকট জানতে চাইলে প্রথমে অস্বীকার করে। পরে লোকজন জড়ো হয়ে গণপিটুনী দিলে পঁচা মাংস মিশিয়ে বিক্রির কথা স্বীকার করে।

বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে প্রত্যেককে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by