প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৭:৪৯:০৭ প্রিন্ট সংস্করণ
বান্দরবানে র্যাব- ১৫ এর অভিযানে জেলা সদরের ফারুক পাড়া এলাকা হতে আলোচিত সোনালী ব্যাংক, রুমা শাখায় ডাকাতি, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুটসহ ব্যাংক ম্যানেজার অপহরণ মামলার অন্যতম আসামি এবং কেএনএফ এর ফারুক পাড়া শাখার সক্রিয় সদস্য লাল সিয়াম লম বমকে(৬০) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ মে) র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায় গত শুক্রবার (১৭ মে) সকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের ফারুক পাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত লাল সিয়াম লম বম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে বান্দরবান সদরের ফারুক পাড়ার কেএনএফ এর সক্রিয় সদস্য এবং রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিল। গ্রেফতারকৃত ব্যক্তি ফারুক পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মৃত থন থাম বম এর পুত্র।
গ্রেফতারকৃত লাল সিয়াম লম বম এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব- ১৫ এর পক্ষ হতে। এদিকে র্যাবের হাতে আটক কেএনএফ এর অন্যতম নারি সমন্বয়ক আকিম বম এবং লাল সিয়াম লম বম কে শনিবার(১৮ মে) দুপুরে আদালতে হাজির করা হলে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ পর্যন্ত বান্দরবান জেলায় র্যাবের সন্ত্রাসবিরোধী অভিযানে কুকি-চিন আর্মি (কেএনএ) এর কেন্দ্রীয় কমিটির বান্দরবান সদর শাখার সমন্বয়ক চেওসিম বম, ফারুক পাড়ার কেএনএফ এর সভাপতি সানজু খুম বম’সহ তিনজন,কেএনএফ এর বান্দরবান ও রোয়াংছড়ি শাখার নারি প্রধান নারি সমন্বয়ক আকিম বম র্যাবের হাতে গ্রেফতার হয়। এ পর্যন্ত যৌথ অভিযানে আটক ৮৭ জন কেএনএফ সদস্য কারাগারে আছে।