দেশজুড়ে

লংগদুতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৬:৪১:৫২ প্রিন্ট সংস্করণ

লংগদুতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুদীর্ঘ্য সতের বছর পর সারাদে ন্যায় দূর্গম পার্বত্যাঞ্চলের জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা, কেককাটা ও কম্বল বিতরণের মধ্য দিয়ে ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীতে পালিত হয়েছে। 

৫ জানুয়ারি (রবিবার) বেলা ১২ টায় উপজেলার মাইনীমুখ বাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরব ও ঐতিহ্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও দলীয় পতাকা, উত্তোলন, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, কেককাটা এবং শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পালিত হয়েছে। 

লংগদু উপজেলা ছাত্র দলের সভাপতি মো. রায়হানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি মো. শামসুল আলম মাসুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি মো. ফারুক আহমেদ সাব্বির,  বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. আলী আকবর সুমন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ সহ জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্র দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন । 

এসময় বক্তারা বলেন, বিগত সতের বছর আওয়ামী লীগের জুলুম, নির্যাত ও তাণ্ডবের ফলে আমরা নামাজ আদায় ও পবিত্র মাহে রমজানের রোজা রেখে ইফতার জোটেনি।

খুনি হাসিনা ও কাউয়া কাদের বলতো পালাবোনা, কিন্তু সেই হাসিনা ও কাউয়া কাদের জুলাই বিপ্লবের পালিয়ে গিয়ে  ভারতে আশ্রয় নিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে লংগদু উপজেলার ছাত্র ওয়াসিম শহীদ হয়েছেন। 

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটুয়া বাহিনী বিগত ১৫ টি বছর ধরে যে নির্যাতন,  জুলুম,অন্যায় করেছে তার মধ্যে  ছাড়া দলের কর্মীরা বেশী নির্যাতিত হয়েছে। কখনো দিনের ভোট রাতে, আবার কখনো এক তরফা প্রহসণের নির্বাচন মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এদের অপতৎপরতা এখনো পর্যন্ত চলছে,  তাই বিএনপির পরিবারের খেয়াল রাখতে হবে যাতে খুনি হাসিনার দোসররা দলে ডুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। লংগদু উপজেলা ছাত্র দলের ঐতিহ্য ধরে রাখতে  সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।   

আরও খবর

Sponsered content