দেশজুড়ে

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১৬৯ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৭:৩৯:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে নতুন করে ১৬৯ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১১৯ জন এবং উপজেলাগুলোতে ৫০ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৬৯৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি। সোমবার সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ১০৭৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৩৮৬৮ জন। এর মধ্যে নগরে ৯৬৭৯ জন এবং উপজেলায় ৪১৮৯ জন। উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ২, সাতকানিয়া ১, বাঁশখালী ২, আনোয়ারা ১, চন্দনাইশ ১, পটিয়া ৩, বোয়ালখালী ১, রাউজান ১৪, ফটিকছড়ি ৮, হাটহাজারী ১৫, সীতাকুণ্ড ১ এবং মিরসরাই ১ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৬১ এবং উপজেলায় ৬৭ জন। এছাড়া নতুন ৭২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭২ জন।

আরও খবর

Sponsered content

Powered by