প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৬:১৬:৩১ প্রিন্ট সংস্করণ
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে ধারণ করে (২ জানুয়ারি বৃহস্পতিবার ) রাঙ্গামাটি লংগদুতে তারণ্যর উৎসব উদযাপন উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরীতে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানিয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। এজন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিয়া খাঁন, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।