প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৩:৩৯:৩০ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদুতে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ জন মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশ ঘটিকায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মৎস্যচাষীর মাঝে ১৭০ কেজি পোনা বিতরণ করা হয়।
উক্ত মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা হটিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান বলেন , সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই-বাছাই করে তালিকা তৈরী করা হয়। তালিকা অনুযায়ী ২০ জন ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীকে ১৭০ কেজি কার্প জাতীয় পোনা বিতরণ করা হয়েছে।