চট্টগ্রাম

বান্দরবানে ৮ মাদক মামলার চিহ্নিত আসামি সহ গ্রেফতার ৮ জন।

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ৩:৪৬:৩০ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে আট মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন, পিতা- মোঃ আবদুল খালেক’কে গ্রেফতার করেছে ২ এপিবিএন।গ্রেফতার কালে তার কাছ হতে তিন শত পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায় ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।
এ সময় তার মাদক বিক্রয়ের কাজে সহযোগীতার দায়ে আরো সাত জন সহযোগীকেউ আটক করে ২ এপিবিএন।

২ এপিবিএন এর প্রেস বার্তায় জানানো হয় ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম, এএসআই(সঃ), মোঃ সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ১১ই মার্চ (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড,বালাঘাটা বাজার,মৌলভীবাড়ীর ফার্নিচারের গোডাউন ঘর হতে ভোর ০৪:১৫ সময় অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এই সময় আসামী আক্তার হোসেনের নিকট হইতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল জব্দ করা হয়।
এসময় মাদক ব্যাবসায় তার সিন্ডিকেটের আরো ৭ সদস্যকে আটক করে ২ এপিবিএন এর টিম।
এ বিষয়ে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)আলী আহমেদ খান বলেন পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ টিম কাজ করছে।গ্রেফতার কৃত চিহ্নিত মাদক ব্যাবসায়িদের আইনের আওতায় আনতে আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার কার্যক্রম পক্রিয়াধিন আছে।

আরও খবর

Sponsered content

Powered by