দেশজুড়ে

লংগদুতে বিকল্প কর্মসূচী হিসেবে জেলেদের ছাগল বিতরণ মৎস্য অধিদপ্তরের

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৬:৪৮:১৬ প্রিন্ট সংস্করণ

লংগদুতে বিকল্প কর্মসূচী হিসেবে জেলেদের ছাগল বিতরণ মৎস্য অধিদপ্তরের

মৎস্য অধিদপ্তরের আওধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লংগদু উপজেলার ১০ জন দরিদ্র নিবন্ধিত জেলেকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ৪ টি করে মোট ৪০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার মোঃ তানবীর আহসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সৌরভ সেন, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম সহ প্রমূখ্য উপস্থিত থেকে জেলেদের মধ্যে ছাগল বিতরণ করেন। 

এসময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুফলভোগীদের উদ্দেশ্যে বলেন,  বন্ধকালীন সময়ে জেলেরা মাছ আহরণ করতে পারেন না। ৪ টি ছাগল নিয়ে সঠিকভাবে লালন পালন করতে পারলে জেলেরা বিকল্প আয়ের একটা সুযোগ পাবেন এবং মাছ আহরণ বন্ধকালীন সময়ে তাদের উপার্জনের একটা ব্যবস্থা হবে।

আরও খবর

Sponsered content