দেশজুড়ে

গৌরীপুরে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৭:২৯:২৯ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

জাইকার অর্থায়নে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বয়ঃসন্ধিকালীন ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রামকৃষ্ণ সাহার সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি ও উপজেলা ফ্যাসিলিটেটর রেবেকা সুলতানা প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান এ প্রশিক্ষণ কর্মশালায় ৪ টি ব্যাচে গৌরীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬০ জন ছাত্রী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যগত বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থী কিশোরীরা জানতে পারবে।

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের সমাজে অনেক কিশোরীদের মাঝে সামাজিক,পারিবারিক ও পারিপার্শ্বিক নানান কারণে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে যথাযথ জ্ঞান ও উপলব্ধি নেই। এ সময়ের স্বাস্থ্যগত বিভিন্ন দিক সম্পর্কে লজ্জা নয় বরং সচেতন থাকা আবশ্যক।

আরও খবর

Sponsered content

Powered by