দেশজুড়ে

লংগদু নির্মাণ শ্রমিকদের দ্বিতীয় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ৭:৩৯:০৭ প্রিন্ট সংস্করণ

লংগদু নির্মাণ শ্রমিকদের দ্বিতীয় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পাহাড় ও লেক বেষ্টিত রাঙ্গামাটির  প্রত্যন্ত এলাকা লংগদুতে  উপজেলা নির্মাণ শ্রমিকদের উদদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাইট্টাপাড়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর (মঙ্গলবার)  বিকাল ২.৩০ টায উপজেলার বাইট্টাপাড়া বাজারে অনুষ্ঠিত উপজেলা নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী, রংমিস্ত্রি ও কাঠমিস্ত্রী) এর আয়োজনে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। 

গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ এর সভাপতিত্বে হাফেজ  ইসমাঈল হোসেনের পরিচালনা  উক্ত  ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ বেতার, এশিয়ান টিভি, চ্যানেল ২৪ ও একুশে টিভির ইসলামী আলোচক এবং ঢাকা মিরপুর টোলারবাগ জামে মসজিদের সম্মানিত খতীব,  হাফেজ, ক্বারী, মাওলানা আজিজ আল কাউসার।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, গাজীপুর খানপাড়া জামে মসজিদের সম্মানিত খতীব, মুফতি এনায়েত উল্লাহ পাহাড়পুরী, বাইট্টাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা মুফতি ফরিদুল ইসলাম ফাহিম,  তিনটিলাপাড়া জামে মসজিদের খতীব, মাওলানা মোঃ উমর ফারুক, কালাপাকুইজ্যা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন ভোলাবী,  মধ্যম বাইট্টাপাড়া আহলে সুন্নাহ জামে মসজিদের ইমাম মাওলানা আঃ হান্নান প্রমূখ্য।

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উলামায়ে কেরাম, স্থানীয়  রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।    

বক্তারা বলেন,  আল্লাহর কোরআন ও  রাসুলে করিমের হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদসহ  বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়ায় সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।

ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে। তাই আসুন সকলেই ইসলামের ধর্মীয় অনুশাসন মেনে পবিত্র কুরআন ও রাসুলের হাদিসের আলোকে জীবন গড়ে তুলি।

আরও খবর

Sponsered content