প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর সদরের দাসেরহাট এলাকায় গ্রাম্য পুলিশ রেদোয়ান হোসেনের হাতে সোলেমান নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য লাঞ্চিত হয়েছেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা ওই জনপ্রতিনিধিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এঘটনায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় ভুক্তভোগী সোলেমান বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১ ফেব্রয়ারি শনিবার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর এলাকার দাসেরহাট বাজারের মন্তাজ মিয়া মার্কেটে এঘটনা ঘটে।
ভুক্তভোগী সোলেমান ওই ইউনিয়নের কমর উদ্দিন মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে ও চরশাহী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি।
অভিযুক্ত রেদোয়ান গোবিন্দপুর বড় বাড়ির সাহাব উদ্দিনের ছেলে ও একই ইউনিয়নের গ্রাম্য পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী সোলেমান, স্থানীয় ব্যবসায়ী আবদুল খালেক ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় গ্রাম্য পুলিশ স্থানীয় মন্তাজ মিয়া মার্কেটের দোকান থেকে ইউনিয়ন পরিষদের খাজনা আদায় করছিলেন। এসময় ইউপি সদস্য সোলেমান ওই মার্কেটে পরিষদের খাজনার বিষয়ে জানতে চাইলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রেদোয়ান। স্থানীয়দের দাবি, একপর্যায়ে ইউপি সদস্যেকে মারধর শুরু করে ওই গ্রাম্য পুলিশ।
এঘটনায় বক্তব্য নিতে গ্রাম্য পুলিশ রেদোয়ানের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, এঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ইউপি সদস্য। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।