চট্টগ্রাম

চাঁদপুরে ঝড়ের তাণ্ডবে অগ্নিকাণ্ড, নদী ভাঙন সহ গাছ চাপায় নিহত ১

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৫:৪২:৩৬ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরসহ সারা দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার দৃশ্যপট। হঠাৎ শুরু হওয়া ঝড়ে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড, নদী ভাঙন, ঘরবাড়ি-গাছপালা-দোকানপাট ভেঙে পড়েছে। এছাড়াও ধানসহ বিভিন্ন ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চাঁদপুরে শহ‌রের স্বর্ণ‌খোলার ময়লাখোলা এলাকায় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ইউনিট টানা ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছুই।

একইসাথে হাজীগঞ্জ উপজেলার টোরাগড়ে নিয়ন্ত্রনহীনভাবে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঝড়ের মুখে হাজীগঞ্জ  ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কচুয়া ও চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অনেকগুলো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে চাঁদপুরের পুরান বাজার এলাকায় হরিসভার রোডে শহর রক্ষা বাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। স্রোতের তোপে এতে প্রায় ১০০ মিটার জায়গায় ব্লক ডেবে গিয়ে নদীগর্ভে বিলীন হয়েছে। ঐ এলাকার বসতবাড়ি থেকে আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপরদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় ঝড়ের কবলে পড়ে গাছ চাপায় শাহাদাত (১৩) নামের এক কিশাের নিহতের ঘটনা ঘটেছে। তার ভাই সাব্বির (১৮) গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

শাহাদাত ও সাব্বির আপন ভাই। তাদের বাবার নাম মােঃ শুকুর আলী। মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা তারা। দুই ভাইয়ের এমন হতাহতের ঘটনায় তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content

Powered by