দেশজুড়ে

লালপুরে খামার দিবস পালিত

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ

লালপুরে খামার দিবস পালিত

সার সেচ ও যত্ন তিনে মিলে রত্ন এবং আখের সাথে আলুর চাষ অধিক ফলনের পূর্বাভাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল সুগার মিলের উদ্যোগে আখ চাষীদের নিয়ে খামার দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার আসনা হামিউস সুন্নাহ নুরানী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এ মাঠ দিবস পালিত হয়। এ সময় পার্শ্ববর্তী আখের জমিগুলো পরিদর্শন শেষে খামার দিবসের আলোচনা সভায় অত্র মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিনের সভাপতিত্বে ও এসএসসিডিও জেলহক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক(প্রশাসন) গোলাম মোস্তফা সারোয়ার, মহাব্যবস্থাপক(খামার) বাকি বিল্লাহ, ডিজিএম (সম্প্রসারণ) কাওছার আলী সরকার, ম্যানেজার (সিপি) গোলাম রব্বানি, ম্যানেজার (এসআইএন্ডএগ্রো) শামীমা পারভীন, সহকারী ব্যবস্থাপক সম্প্রসারণ জহির উদ্দিন, এসএসসিডিও মুহম্মদ কৌশিক আহমেদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

আরও খবর

Sponsered content