দেশজুড়ে

লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৪:২২:০৫ প্রিন্ট সংস্করণ

লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্যকে সমানে নিয়ে নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়, র‌্যালি শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজুর রহমান, লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিএফএম স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন প্রমুখ।