দেশজুড়ে

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৫:৪০:১৯ প্রিন্ট সংস্করণ

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আলট্রাসনোগ্রাম মেশিন হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় ১১ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে একটি আধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন দেওয়া হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে হাসপাতালে এ মেশিন হস্তান্তর করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একে এম শাহাব উদ্দিন, উপজেলা মহিলা ভইস চেয়ারম্যান লাবলী সুলতানা, উপজেলা প্রকৌশলী মাহাবুবউল হক, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর প্রদীপ কুমার প্রমুখ।

আগে রোগীদের আলট্রাসনোগ্রাম করতে বেসরকারী ক্লিনিকে যেতে হতো, টাকাও বেশি লাগত। এখন থেকে হাসপাতালেই স্বল্প ব্যয়ে দুস্থ ও অসহায় রোগীরা সেবা পাবে বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content

Powered by