রংপুর

লালমনিরহাটে তিস্তায় বড়শিতে আটকা পড়ে ২০ কেজি ওজনের বোয়াল

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৮:২৫:৩০ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। গতকাল ভোরে তিস্তা ব্যারাজের উজানে বোয়াল মাছটি ধরা পড়েছে। পরে দোয়ানী সাধুর বাজারে নিয়ে বোয়াল মাছটি নিয়ে এলে দেখার জন্য মানুষের ভিড় জমে। জেলে সোলেমান আলী বলেন, বোয়াল মাছটি সাধুর বাজারে বিক্রি করতে নিয়ে এলে মাছটির দাম প্রতি কেজি ১৬০০ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী ২৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী বলেন, ভোরে কয়েকজন জেলে ব্যারাজের উজানে গিয়ে ২০ কেজি ওজনের মাছটি ধরেন। স্থানীয় বাসিন্দা বাবু মিয়া বলেন, বর্তমানে তিস্তার পানি খুবই কম। দিন দিন তিস্তার পানি কমে যাচ্ছে। এই পানিতে ২০ কেজি ওজনের বোয়াল মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছটি বাজারে নিয়ে এলে ক্রেতা না থাকায় নীলফামারীর এক মাছ ব্যবসায়ী তা কিনে নিয়ে যান।

আরও খবর

Sponsered content

Powered by