প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২২:৪৯ প্রিন্ট সংস্করণ
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের চট্টলাপাড়া আজিজিয়া আদর্শ মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ৭তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আজিজিয়া আদর্শ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নেজাম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, মো. আবু সেলিম, মোহাম্মদ আবুল হাসেমসহ অন্যান্যরা। বার্ষিক সভা শেষে মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।