প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৮:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সোয়াইব (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াইব লোহাগাড়ার আধুনগর মছদিয়া বেপারীপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
প্রত্যদর্শীরা জানান, নিহত সোয়াইব ও তার বন্ধু মোটরসাইকেল নিয়ে লোহাগাড়া সদরের দিকে যাচ্ছিলেন। একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ছিটকে পড়েন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সোয়াইব। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করি। পরে হাইওয়ে পুলিশকে লাশ হস্তান্তর করা হয়।’