রাজশাহী

মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে গ্রামবাসির মানব বন্ধন

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৫:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের চোপিনগর গ্রামে মানব বন্ধন করেছে গ্রামবাসি। চোপিনগর মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসা এর সামনে সড়কে বৃহস্পতিবার(৩নভেম্বর) বিকেল সারে ৩টায় এ কর্মসূচি পালিত হয়। এসময় গ্রামের শতাধিক নারী পুরুষ অংশ নেন।

মানব বন্ধনে গ্রামবাসি প্রশাসনের কাছে দাবি রেখে বলেন, ফোরকানিয়া মাদরাসা এবং গনকবর কার্য্যনির্বাহী কমিটির সভাপতির কাছে প্রতিষ্ঠানের আয় ব্যায়ের হিসাব রয়েছে। আমরা গ্রামের প্রতিটা বাড়ি থেকে প্রতিষ্ঠানে দান করি। এরমধ্যে সরকারি অনুদানও রয়েছে। গত ৫বছর ধরে কমিটি গ্রাম বাসির কাছে জমা খরচ তোলেনা। তারা মিটিং পর্যন্ত দেন না। এই ঘটনার প্রতিবাদ করায় গ্রামের লোকজনের উপরে থানায় টাকা লুটের মিথ্যা অভিযোগে দিয়েছে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং জনগনের টাকার হিসেব দিতে হবে।

এ সময় বক্তব্য রাখে প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, গ্রামবাসির মধ্যে মোঃ সাইফুল ইসলাম, আলহাজ্ব ইয়াকুব আলী, মোঃ রইচ উদ্দিন, মোগরেব আলী, লাল মিয়া, তহমিনা বেগম, জেসমিন আকতার সহ অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by