আন্তর্জাতিক

এবার ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়েছে কাসসাম ব্রিগেড

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:১৬:২৭ প্রিন্ট সংস্করণ

এবার ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়েছে কাসসাম ব্রিগেড

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের কাসসাম ব্রিগেড বলছে, তারা পশ্চিম তীরে ইসরাইলি গাড়িতে হামলা চালিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা সামাজিকমাধ্যম এক্সয়ের এক পোস্টে বলেছে, তাদের বাহিনী ‘বিস্ফোরক ডিভাইস এবং অস্ত্র’ দিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহর তুবাসে প্রবেশকারী ইসরাইলি যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী তুবাস শহরসহ অধিকৃত পশ্চিম তীরে প্রতিদিনই অভিযান ও গ্রেফতার অভিযান চালিয়ে আসছে।

গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷

এদিকে গত দুই দিন ধরে, গাজা উপত্যকা জুড়ে তীব্র বোমা হামলা সত্ত্বেও, গাজার ফিলিস্তিনিরা সম্ভাব্য যুদ্ধবিরতির প্রত্যাশা করছে৷

আলজাজিরার প্রতিনিধির বক্তব্য অনুসারে, গাজাবাসী একটি চুক্তির জন্য এত আগ্রহী কারণ, ‘তারা ক্লান্ত।’ তারা বাড়ি ফিরে যেতে চায় এবং শান্তিপূর্ণ দিন কাটাতে চায়।

যদিও এখন পর্যন্ত হামাসের অবস্থান হলো, অবিলম্বে যুদ্ধবিরতি না হলে কোনো চুক্তি হবে না। 

আরও খবর

Sponsered content

Powered by