খেলাধুলা

ল্যাথামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপট, বাংলাদেশের হতাশা

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ৫:২০:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ঘুরে দাঁড়ানোর মিশনে ক্রাইস্টচার্চ টেস্টে দুর্বার হয়ে উঠলেন কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব পাওয়া টম ল্যাথাম। ক্রাইস্টচার্চের সবুজ গালিচায় দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে হতাশা উপহার দিলেন তিনি।

আজ রবিবার (৯ জানুয়ারি) হ্যাগলি ওভারে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম সেশনে ২৫ ওভারে  বিনা উইকেটে ৯২ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে পড়েছে কেবল এক উইকেট।

প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৪৯ রান। লাথাম অপরাজিত আছেন ১৮৬ রানে আর প্রথম টেস্টে সেঞ্চুরি করা ডেভন কনওয়ে খেলছেন ৯৯ রানে।

বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। ১১৪ বলে ৫ চারে ৫৪ করা উইল ইয়ংকে তুলে নিয়েছেন তিনি।

টস জিতে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামের হাতে বল তুলে দেন মুমিনুল হক। কিন্তু এই দুইজন ঘাসের উইকেটে ফেলতে পারছিলেন না। তাদের সামলে রান বাড়াতে কোনও সমস্যাই হয়নি ল্যাথাম-ইয়ংদের।

নবম ওভারে বল করতে আসেন আগের টেস্টের নায়ক ইবাদত হোসেন। প্রথম বলে বাউন্ডারি খাওয়ার পরের বলেই উইকেট পেয়ে গিয়েছিলেন তিনি। তার ভেতরে ঢোকা বলে পরাস্ত হয়েছিলেন ল্যাথাম। জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ারও। তবে ল্যাথাম রিভিউ নিলে দেখা যায় বল বেরিয়ে যাচ্ছে লেগ স্টাম্প মিস করে।

দুই বল পরই প্রায় একই রকম আরকে পরিস্থিতি। এবার সোজা বলে পেছনের পায়ে খেলতে গিয়ে মিস করেন ল্যাথাম। আবারও এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু আবারও বাংলাদেশের উল্লাস থেমে যায় ল্যাথাম রিভিউ নেওয়ার পর। এবার দেখা যায় বল উইকেটের বাড়তি বাউন্সের প্রভাবে বেরিয়ে যাচ্ছে উপর দিয়ে।

এরপর আর কোনও সমস্যা তৈরি করতে পারেননি ইবাদতও। তার বল থেকে বের হয়ে যায় বেশ কিছু রান। ৬ ওভারের প্রথম স্পেলে ইবাদত দিয়ে দেন ৩২ রান।

লাঞ্চ বিরতির পরই উইকেট পেতে পারতেন ইবাদত। তবে ইয়ংয়ের দেওয়া ক্যাচ স্লিপে ডানদিকে অনেকটা ঝাঁপিয়েও জমা রাখতে পারেননি লিটন দাস। জীবন পেয়ে অবশ্য আর ২০ রানই যোগ করেন ইয়ং। ফিফটি তুলে স্কয়ার কাট করে ক্যাচ দিয়েছেন পয়েন্টে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৯০ ওভারে ৩৪৯/১ (ল্যাথাম ১৮৬*, ইয়াং ৫৪, কনওয়ে ৯৯*; তাসকিন ২২-৫-৬৮-০, শরিফুল ১৮-৬-৫০-১, ইবাদত ২১-১-১১৪-০, মিরাজ ২৫-১-৯৫-০, শান্ত ৪-০-১৫-০)