দেশজুড়ে

শেরপুরে অসহায় মানুষদের মাঝে সহায়তা

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৭:১৮:২৬ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন ব্যক্তির পক্ষ থেকে খাবার সামগ্রী সহ আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে শেরপুরে প্রথম দফায় হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার পর এবার দ্বিতীয় দফায় আরো হাজার ৬০০ পরিবারকে ঈদ উপহার দিচ্ছেন নবারুণ শিক্ষা পরিবারের চেয়ারম্যান জেলা লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল

বুধবার বিকেলে নবারুণ পাবলিক স্কুল প্রাঙ্গণে শহরের গৃর্দানারয়ণপুর বেপারীপাড়া, উত্তর নবীনগর এবং বিভিন্ন এলাকার করাতকল শ্রমিক এবং কর্মহীন শ্রমজীবী ২৫০ পরিবারের মাঝে বস্তাভর্তি করে কেজি করে চাল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি একটি করে সেমাইর প্যাকেট বিতরণ করা হয় পরে দক্ষিণ নবীনগর এলাকায় আরও ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয় এছাড়া দু:স্থ্য ফুটবল খেলোয়াড়দের জন্য শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্তের নিকট নগদ হাজার টাকা প্রদান করেন

এসব ঈদ উপহার বিতরণকালে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি, নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আক্তারুজ্জামান উজ্জল, তরুণ চক্রবর্তী, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মস্তু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

লীগ নেতা আনোয়ারুল হাসান উৎপল বলেন, করোনা সংকটে যতদিন প্রয়োজন হবে, শেরপুর পৌর এলাকার মানুষের মাঝে ততদিন আমার এই ব্যক্তিগত খাদ্যসামগ্রী নগদ অর্থ সহায়তা অব্যাহত থাকবে আমরা আশাকরি মানুষ ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা লীগের নেতাকর্মীরা সরকারি ত্রাণের পাশপাশি নিজেদের সাধ্যমতো মানুষের পাশে থাকবো ঈনশাআল্লাহ

এদিকে, করোনাকালে কর্মহীন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজকর্মী, শেরপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া তার পরিবার কর্মহীন রিক্সাচালকভ্যানচালক, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, চিকিৎসাধীন রোগী, মসজিদের ইমাম,অসহায় বিধবা, তৃতীয় লিঙ্গ সহ ৫৭টি পরিবারকে খাদ্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে

রাজিয়া সামাদ ডালিয়া তার পরিবার উপকারভোগী এসব পরিবারের মাঝে ৮৬৮ কেজি চাল, ১০৬ কেজি ডাল, ১১৪ লিটার তেল, ২০৩ কেজি আলু, ৫৩ কেজি পেঁয়াজ, ১৩ কেজি মুড়ি, ১৪ কেজি ছোলা, কেজি লবন এবং ২৩৭ পিস ডিম বিতরণ করা হয়েছে

রাজিয়া সামাদ ডালিয়া জানান, সাধারণ মানুষের পাশে আমরা আছি, থাকবো যারা অসহায়, কর্মহীন, বঞ্চিত, অনগ্রসর তাদের খুঁজে খুঁজে বর করে আমাদের পারিবারিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে

আরও খবর

Sponsered content

Powered by