রাজশাহী

শেরপুরে এলজিএসপি’র সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৬:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের ১ম কিস্তিতে স্যাটেলাইট ক্লিনিকে চেয়ার, টেবিল, স্টিক বাল্ব, কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষার উপকরণসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু। এসময় উপজেলার ভীমজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল করিম চান, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, রেজাউল করিম, নুরুল ইসলাম, মোজাফফর হোসেন, খলিলুর রহমান, আজিজুল হক, রানু বালা, ফুলেরা বেগম, ইউনিয়ন স্বাস্থ্য বিভাগের এফএসিএমও রনজিৎ কুমার, এফডবিøউপি আফরোজা খাতুন, বরিতলী স্যাটেলাইট ক্লিনিকের এফডবিøউএ রেনুকা, চৌবাড়িয়া স্যাটেলাইট ক্লিনিকের আনারকলি, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ, ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Powered by