বরিশাল

পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫৪:৪৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১১টার সময় পটুয়াখালী জেলার সদর থানার বাস স্টান্ড এবং হেতালিয়া বাধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফামের্সীতে ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না লেখা এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের অপরাধে মেসার্স রিজিয়া ড্রাগ হাউজ এর মালিক মো. জুয়েল আহম্মেদ (৪০)কে ২৫ হাজার টাকা এবং রাজা টেলিকম গ্যাস সিলিন্ডারের দোকানের মালিক মো. হাবিব রাজা (৫১)কে ২ হাজার টাকা সহ সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫২ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

আরও খবর

Sponsered content

Powered by