দেশজুড়ে

শেরপুর জেলা কমিটির বিশেষ সভা

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ২:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে শেরপুর জেলা কমিটির বিশেষ সভায় আগামী ২২ মে শুক্রবার বিকেল ৪ ঘটিকার পর থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছেমঙ্গলবার বিকাল সোয়া ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সিদ্ধান্ত গৃহীত হয়সভায় শেরপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন

জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে শেরপুর ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক উপস্থিত ছিলেনএ ছাড়াও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এমকেএম আনোয়ারুর রউফ, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, চেম্বার নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

সভায় প্রতিটি দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন করে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, দোকানে ভিড় ঠেকানোসহ শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়এছাড়াও কোনো অবস্থাতেই যেনো কোনো শিশু একা বা অভিভাবকদের সাথে শহরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলকে শতর্ক থাকতে বলা হয়ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা উভয়েরই হ্যান্ড গ্লাভস ব্যবহার ও কোনো অভিভাবক যদি শিশুদের সাথে নিয়ে আসে তাহলে তাদের কাছে যেনো কোনো পন্য বিক্রয় করা না হয় সেদিকে খেয়াল রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করা হয়তাছাড়া বিকাল ৪ ঘটিকার পর কোনো দোকান খোলা রাখলে, মাস্ক ব্যবহার না করলে এবং উপরোল্লিখিত সিদ্ধান্ত না মানলে জেল জরিমানার কথাও সভায় জানিয়ে দেওয়া হয়

উল্লেখ্য, জরুরী সেবা, জরুরি পন্য সরবরাহ ও জরুরী কাজে নিয়োজিত সকল কিছুই স্বাভাবিক থাকবে

আরও খবর

Sponsered content

Powered by