প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৫:৫৬:১৭ প্রিন্ট সংস্করণ
ইউসুফ আলী মন্ডল, নকলা: শেরপুর সীমান্ত পথে গৌড়দ্বার মোড়ে এক মাস যাবৎ বসানো হয়েছে চেক পোস্ট, প্রবেশ পথ বন্ধ তাই জেলায় প্রবেশ করতে দিচ্ছে না কোন যানবাহন।
পুলিশের পাহাড়ায় পুলিশও যেন দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করছেন। তারা বলছেন, এখানে পুলিশ সুপার ২৪ঘন্টা লকডাউনের ডিউটি পালন করতে হচ্ছে হয় ডিউটি কমাতে হবে নাহয় এটা উঠিয়ে নেওয়াই ভালো।