খেলাধুলা

শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না তাসকিন-শরিফুল

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ৪:৫৭:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ঘরের মাঠে মে মাসে হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরির কারণে আগামী টেস্ট সিরিজে থাকছেন না তারা। তবে শরিফুলকে দ্বিতীয় টেস্টে পাওয়ার সম্ভাবনা থাকলেও তাসকিনকে হয়তো পুরো সিরিজেই মিস করবে টাইগাররা।

এর আগে কাঁধের চোটের জন্য দক্ষিণ আফ্রিকায় পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরেছিলেন পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তাসকিন আহমেদকে শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজে না পাওয়াটা এক রকম নিশ্চিতই করে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সাকিব আল হাসানকেও পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেননি জালাল।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল।

আরও খবর

Sponsered content