ময়মনসিংহ

সাংবাদিক হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৩:০১ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : বিজয় টিভির ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাসকে কুপিয়ে হত্যা ও নিউজ২৪ চ্যানেলের ময়মনসিংহ ব্যুরো প্রধান সৈয়দ নোমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেরপুরের সাংবাদিকরা। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘাতক এবং হামলাকারীদেও গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম.আজফার বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমুখ। আগামী রবিবার এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও খবর

Sponsered content