দেশজুড়ে

লক্ষীপুরে প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রানিত হয়ে গড়ে তোলা বাগানের সবজি যাচ্ছে প্রতিবেশিদের ঘরে 

  প্রতিনিধি ৩০ মে ২০২০ , ৫:১২:০৬ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর : দেশজুড়ে প্রায় ৩ মাস হলো চলছে করোনা ভাইরাসের রাজত্ব। এর শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে ঘরে থেকে সঙ্গরোধ নিশ্চিত করতে আহবান জানিয়েনে। একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘অবসর সময়ে বাগান শুরু করুন। এক ইঞ্চি জমিও খালি রাখবেন না’। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে ২০ শতাংশ জমিতে সবজির বাগান করেছিলেন সাংবাদিক সানা উল্লাহ সানু। 

করোনার শুরুর দিকে সাংবাদিক সানুর গড়ে তোলা বাগানে এখন সবজি ভরপুর। আর তাজা এই শাক-সবজি প্রতিবেশি ও বন্ধুদের পরিবারে বিনামূল্যে পাঠানো হচ্ছে। বিক্রির চিন্তা করেননি তিনি। করোনার এই সংকট মুহুর্তে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিকে উপহার হিসেবেই নিজের গড়া বাগান থেকে সবজি দিচ্ছেন। আবার নিজের হাতেই তুলছেন শাক-সবজিগুলো।

সানা উল্লাহ সানু ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’র জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।

প্রধানমন্ত্রীর কথাই অনুপ্রাণিত হয়ে বাড়ির পাশে খালি জমিতে করোনার শুরুতে বাগান তৈরি করেন তিনি। এর ১৫-২০ দিনের মধ্যেই শাক-সবজি ভরপুর হয়ে উঠে তার বাগানে। প্রথম থেকে এখনো পর্যন্ত নিজের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও বন্ধুদেরকে শাকসবজি দিয়ে আসছেন। তবে নিজ থেকে ডেকে ডেকে, কেউই চাইতে হয়নি।

এ ব্যাপারে সাংবাদিক সানা উল্লাহ সানু বলেন, করোনার কারণে অন্যদের মত নিজেকেও কর্মহীন মনে হচ্ছিল। ঠিক সে সময়ে প্রধানমন্ত্রী ভাষণে বাগান করার কথা বলেন। তাই বাগানের কথা চিন্তা করে ঢেড়শ, ডাটা শাক, পুই শাক, কলমির শাক, কুমড়ার শাক, বরবটি ও লাল শাক উৎপাদন শুরু করি। আমার বাগানে এখন প্রচুর তাজা শাক-সবজি আছে। শুরু থেকে লাকাবাসীকে বিনামূল্যে দিয়ে আসছি। বলতে গেলে করোনায় নিজের হাতে গড়া বাগানের শাক-সবজি আমার পক্ষ থেকে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও বন্ধুদের জন্য ছোট্ট উপহার।

আরও খবর

Sponsered content

Powered by