ক্রিকেট

সাত পাকে বাঁধা পড়লেন বুমরা

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৭:২২:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তা সত্যি হলো। নানা গুঞ্জন উড়িয়ে বিয়ে করলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা। অনেকটা গোপনীয়তা রক্ষা করেই বিয়ে করলেন তিনি। গোয়ার একটি বিলাসবহুল হোটেলে ক্রীড়া উপস্থাপক সঞ্জনা গণেশনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বুমরা।  

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

এর আগে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ চলাকালে বোর্ড থেকে ছুটি নিয়েছিলেন স্পিড স্টার বুমরা। একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছ থেকে ছুটি নেন বুমরা।

বুমরার স্ত্রী সঞ্জনা একজন উপস্থাপক। বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেট উপস্থাপক হিসেবে অংশ নিয়েছেন তিনি। আইপিএলেও তিনি বেশ সক্রিয়। সঞ্জনা স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত। আইসিসি বিশ্বকাপ ২০১৯ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন তিনি।

এদিকে, বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বুমরাহ লিখেছেন, ‘আমরা নতুন পথে যাত্রা শুরু করেছি। জীবনের সবচেয়ে সুখের দিন। আমাদের বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত।’

আরও খবর

Sponsered content