ক্রিকেট

উইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ দলে ইনজুরির হানা

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ১১:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। তবে এরইমধ্যে শুরু হয়েছে একের পর এক ইনজুরির হানা।

এবার ইনজুরির কারণে উইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে অফ স্পিনার নাঈম হাসানের। টেস্ট ক্রিকেটে তিনি টাইগার স্কোয়াডের নিয়মিত মুখ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান বেক্সিমকো ঢাকার এই ক্রিকেটার। পরে মাঠ থেকেই উঠে যেতে হয় তাকে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আঙুলে ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকেই ছিটকে গেছেন এ স্পিনার।

জানা গেছে, নাঈম হাসানের আঙুলে চিড় ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার করাতে হবে।

টাইগারদের বর্তমান টেস্ট দলের নিয়মিত সদস্য নাঈম। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে সাদা জার্সিতে এ স্পিনারের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।

২০১৮ সালের নভেম্বরে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত টাইগার জার্সিতে ৫টি টেস্ট খেলেছেন নাঈম হাসান। ঝুলিতে পুরেছেন ১৯টি উইকেট। এরমধ্যে ৫ উইকেট শিকার করেছেন দুবার।

সম্প্রতি দুবাইয়ে আঙ্গুলের অস্ত্রোপচার করিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে খেলার কথা রয়েছে তার।

আরও খবর

Sponsered content

Powered by