দেশজুড়ে

সান্তাহারে বাড়ি বাড়ি গিয়ে রোজার খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৮:০৩:৩৩ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বর্তমান বিশ্বব্যাপী মরণ ঘাতক করোনা ভাইরাসের থাবায় আবদ্ধ। করোনা সতর্কতায় যখন লকডাউন সবখানে, কাজ-কর্ম বন্ধ হয়ে গেছে। দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, কি খেয়ে রোজা থাকা হবে। ঠিক তখনই বাড়ি বাড়ি গিয়ে রোজার খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছে বগুড়ার সান্তাহার পৌর শহরের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক ও  নামা পৌঁওতা গ্রামের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ। তিনি নিজ উদ্যোগ ব্যক্তিগত তহবিল থেকে রোজা উপলক্ষে এসব খাদ্য সামগ্রী উপহার আতব চাল, ছোলাবুট, মুরগী, পিঁয়াজ, আলু, তেল বিতরন করেন। 
শুক্রবার সকাল সাড়ে ১০টায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জার্জিস আলম রতন। এ সময় উপস্থিত ছিলেন শুকুর আলী, নাহিদ সরকার, জুয়েল রানা, মানিক হোসেন, সাহিদ সরদার, মান্নান হোসেন, আব্দুল খায়ের, লিয়ন, পাখিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নামা পৌঁওতা গ্রামের আশপাশের এলাকায় ১১শ’ জন হতদরিদ্র  মানুষের হাতে রোজা এই খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়া হয়। এ ব্যাপারে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমার এলাকায়  নিম্ন আয়ের মানুষ যেন কষ্ট না পায় এবং তিন বেলা পেট ভরে খেতে পায় সেই জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল হতে ৩য় দফায় রোজা খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। ভবিষ্যতে এই সাহায্য অব্যহত থাকবে। 

আরও খবর

Sponsered content

Powered by