দেশজুড়ে

সিংড়ায় ইশা আন্দোলনের গণসমাবেশ 

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৩:১৪ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় ইশা আন্দোলনের গণসমাবেশ 

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নাটোরের সিংড়ায় গণসমাবেশ করেছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা।

শনিবার (২১ সেপ্টেম্বর)  বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হক আজাদ, প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সিংড়া পৌর শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতি জাকারিয়া মাসুদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সেক্রেটারী শাহ মোস্তফা ওয়ালী উল্লাহ (সেলিম) ও ইসলামী যুব আন্দোলনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।

আরও খবর

Sponsered content