দেশজুড়ে

নোয়াখালী পৌরসভায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৭:০২:১৯ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি :অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে নোয়াখালী পৌরসভা। গতকাল রবিবার সকালে থেকে পৌর ভবনসহ বিভিন্ন স্থানে সমাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়তা নিতে আসা প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে মাস্ক পরিয়ে নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে এক সপ্তাহের খাবার হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবন সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় পৌর মেয়র শহিদ উল্যা খান জানান, খাদ্য সহায়তার পাশাপাশি লোকজনকে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব  মেলে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by