প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৬:৫৩:০০ প্রিন্ট সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোরের সিংড়া উপজেলার শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার লিয়াকত আলী, সদস্য সচিব এম এম ওমর ফারুক।
২০২৫-২৬ সেশনের জন্য সিংড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে মাওলানা আব্দুস সালাম ও সেক্রেটারী হিসেবে শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিমের নাম পূণরায় ঘোষণা করা হয়।
এছাড়া মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা খলিলুর রহমানকে সহ-সভাপতি এবং মাওলানা মানজুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।