দেশজুড়ে

সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে গ্রেফতার ৫

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৪ , ৬:১৯:০০ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে গ্রেফতার ৫

নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৫ জন অসাধু পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামীরা হলেন, আব্দুর রশিদ পিতা (২৬) সোবহান, আইয়ুব আলী (৩০) আবু সাইদ (২২) রনি আহমেদ (৩০) আশিকুর রহমান (২৬) পিতা রেজাউল করিম।

(২২ জানুয়ারি) সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, উপজেলার ইটালি ইউনিয়নের বিভিন্ন বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও স্কুল পড়ুয়া ছাত্র-যুবকদের কাছে বিক্রয় করার অপরাধের তাদের গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল রবিাবার (২১ জানুয়ারি সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার বিনগ্রাম, বনকুড়ি ও কুমগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করায় সিপিইউ- ০৫টি, ১৭টি হার্ডডিক্স সহ তাদের আটক করেছে র‌্যাব।

আরও খবর

Sponsered content