প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৬:০৩ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব রাজশাহী।
এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব রাজশাহী এর প্রেসিডেন্ট ডাঃ নাদিরা বেগম, সাবেক প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত তানজিম, ট্রেজারার মাসুমা বানু, আই.এস.ও নুরুন নাহার ইসলাম, ক্লাব করেসপন্ডেন্ট সালমা পারভীন, সদস্য ফরিদা পারভীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, সাংবাদিক আবু জাফর সিদ্দিকী, শিক্ষিকা মাহফুজা খাতুন, ইতি, রহমত আলী প্রমুখ।