দেশজুড়ে

সীতাকুন্ডে টাকা লুট, ২ পুলিশ সদস্য আটক

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২০ , ১২:৪১:৪১ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুন্ডে ডিবি পরিচয়ে গাড়িচালকের দুই লাখ ৮০ হাজার টাকা লুট করার মামলায় সীতাকুন্ড মডেল থানা পুলিশের এক এসআই ও এক কনস্টেবলসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার ভুক্তভোগী গাড়ি চালক আবু জাফর (৪৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত অন্যরা হলেন, পুলিশ সোর্স মো. রিপন (৩৫), হারুন (৩৩) ও গাড়িচালক রাজু (২৫)। মামলা সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সকালে গাড়িচালক আবু জাফর একটি পিকআপ গাড়ি কিনতে সীতাকুন্ডে আসেন। কিন্তু দরদামে না মেলায় তিনি কারটি না কিনে সন্ধ্যায় ফিরে যাবার সময় পৌরসদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে তিনজন পুলিশ সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তাদের সাথে সীতাকুন্ড থানার এসআই সাইফুল আলম ও ওসির বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম যোগ দেয়।

পরে নিজেদের ডিবি বলে পরিচয় দেয় ও গাড়ি চালকের কাছে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে তাদের গাড়িতে তুলে জেনারেল হাসপাতালে নিয়ে পেটে ইয়াবা আছে বলে ভয় দেখিয়ে এক্সরে করান। কিন্তু ইয়াবা না পেলেও পরে আরো বিভিন্ন স্থানে নিয়ে গাড়ি ক্রয়ের জন্য তার সাথে রাখা দুই লাখ ৮০ হাজার টাকা লুটে নেয় ও তাকে মৃত্যুর ভয় দেখিয়ে পরে একটি গাড়িতে তুলে দেয়। সে গাড়িতে তিনি ঢাকায় চলে যান। কিন্তু অনেক কষ্টে অর্জিত টাকা এভাবে লুটে নেয়ায় গাড়িচালক আবু জাফর তা মেনে নিতে পারেননি। তিনি সুবিচারের আশায় সীতাকুন্ড থানায় এসে ঘটনা জানান।

চট্টগ্রামের পুলিশ সুপারও ঘটনাটি জানতে পেরে এ ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিলে তদন্তে নামে পুলিশ। পরে সীতাকুন্ডে আসার পর আবু জাফর ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের পরিচয় জানতে পারেন। শেষে ভুক্তভোগী আবু জাফর এ ঘটনায় সীতাকুন্ড থানার এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর প্রথমদিকে এসআই সাইফুল ও কনস্টেবল সাইফুল পালিয়ে গেলেও পরে পুলিশ সুপারের চাপে বৃহস্পতিবার তারা থানায় এসে আত্মসমর্পণ করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর সীতাকুন্ড থানার ওসি এবং ওসি (তদন্ত)-সহ কেউই সাংবাদিকদের ফোন ধরেননি। সীতাকুন্ড সার্কেলের এডিশনাল এসপি আশরাফুল করিম এসআই সাইফুল ও কনস্টেবলের গ্রেপ্তারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেন।

আরও খবর

Sponsered content

Powered by