দেশজুড়ে

সিংড়ায় ৪ ঘন্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

  প্রতিনিধি ৮ মে ২০২৪ , ২:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় ৪ ঘন্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। কেন্দ্র ঘুরে ঘুরে দেখা যায় উপস্থিতি খুবই কম। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘন্টায় ভোট পড়েছে ৫ শতাংশ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সিংড়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন ওরফে পাশা নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে। এই দুই পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে সিংড়া পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হাসান (চশমা), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন (বৈদ্যুতিক বাল্ব) ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল (তালা)।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আ.লীগের সভাপতি শামীমা হক রোজী (পদ্মফুল), উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা (হাঁস) ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন (ফুটবল)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ৫৭০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭১৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৪৯ জন। মোট ১৩৩টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ সংখ্যা ৮১০টি।

আরও খবর

Sponsered content

Powered by