প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৭:১৬:০৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর ৩৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রকৌশলী আলী আহমেদ, চুয়েটের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ন কবির, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত প্রমূখ।
সভায় উপাচার্য বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ শিক্ষার্থীর কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ এবং শিক্ষাদান পদ্ধতি আধুনিক না হলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সবাইকে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাছুটি, সিলেকশন, নিয়োগসহ গুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।