প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৩:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ
‘ অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলনকক্ষ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমির মাওলানা কবির হোসেন, নারী নেতৃ শারমিন শীলা,রত্না হালদার।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।