ময়মনসিংহ

বকশীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ৬:৪৯:২৮ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের রণাঙ্গন ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর পাক হানাদার বাহিনী মুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) ধানুয়া কামালপুর স্কুল মাঠে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জামালপুর জেলা প্রশাসন ও বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কামালপুর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজাত আলী,বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান,ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, শিক্ষক মেজবাহ উল হক তুহিন প্রমুখ।

১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি কামালপুর দুর্গের পতন হয়। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী।

আরও খবর

Sponsered content

Powered by