খেলাধুলা

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মাশরাফি-তামিমদের শোক

  প্রতিনিধি ৫ জুন ২০২২ , ৫:৩১:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ রোববার দুপুর ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

দেশের এমন বিপর্যয়ে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সহমর্মিতা।

আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।

দেশসেরা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে।

দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।

মুশফিকুর রহিম লিখেন, চট্টগ্রামের ঘটনা শুনে সত্যিই কষ্ট লাগছে। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা রইল। ভালো থাকুক সীতাকুণ্ড। আল্লাহ সবাইকে রক্ষা করুন।

সৌম্য সরকার লিখেন, সীতাকুণ্ডের জন্য প্রার্থনা করুন।

আরও খবর

Sponsered content