রংপুর

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ৪:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

শনিবার বীরগঞ্জে ইক্রা কিন্ডারগার্টেনের পরিচালক আলহাজ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে শালবন কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রী অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে চলতি শিক্ষা বর্ষের ভর্তি করার পর মাত্র ছয় মাস লেখাপড়ার করার সুযোগ পেয়ে কমলমতি শিশুরা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার ক্ষত্রে যে সাফল্য অর্জন করেছে তা বীরগঞ্জ বাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে বলে সম্মানিত অভিভাবকেরা বিশ্বাস করে।

তাই আগামী ২০২১ শিক্ষাবর্ষ থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কলিজার টুকরা সন্তানের জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার জন্য ইক্রা কিন্ডারগার্টেন নির্ভর যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ মো. আবু সামা মিয়া ঠান্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মো. নজরুল ইসলাম খান, মাওলানা আয়ুব আনসারী, অবসরপ্রাপ্ত সেনা অফিসার মো. রশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. জলিল আহম্মেদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাফেজ মাওলানা মো. রিয়াজুর রহমার।

 

Powered by