চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় আনোয়ার হোসাইন (৪২) নামে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পহ্নিছিলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসাইন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মুহুরি বাড়ির বীর মুক্তিযোদ্ধা মৃত ইসহাক মিয়ার বড় ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড সদরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদের এলাকার কসাইখানা সামনে পিছন থেকে একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ দৈনিক ভোরের দর্পণকে বলেন, একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চট্টগ্রামমূখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে আনোয়ার হোসাইন নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।  কাভার্ডভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content