বরিশাল

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৪৭:২২ প্রিন্ট সংস্করণ

মো. আবুসাঈদ মোলা , বরিশাল : বরিশালে ১০টি উপজেলায় প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে বিভিন্ন স্পটে নদীর গভীর থেকে বালু উত্তোলন করেছেন। এতে উপজেলার বিভিন্ন নদীর তীরবর্তী গ্রামের ঘর-বাড়ি,সেতু ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। কিন্ত স্থানীয়দের আপত্তি স্বত্বেও প্রতিদিন বালু তুলছেন তারা। এভাবে ড্রেজার মেশিন দিয়ে বিপুল পরিমান বালু তোলায় এলাকার ফসলি জমি, সেতু ও স্থাপনা হুমকির মুখে পড়েছে। বিভিন্ন উপজেলার বাসিন্দারা বলছেন, বালু দস্যুরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাঁধা দেয়ার সাহস করছেনা। তারপর বালু তুলতে নিষেধ করা হলেও তারা তা না মেনে ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীর থেকে বালু উত্তোলন করছেন। এতে গর্তের সৃষ্টি হওয়ায়, শতশত বসত বাড়ি ঘর হুমকির মুখে পড়েছে। এদিকে ড্রেজিং পদ্ধতিতে বালু উত্তোলন করায় পুরো ভরা বর্ষা মৌসুমে বসত ভিটা, পানের বরজ, ফসলি জমি ও পাশের সেতু নদী গর্ভে বিলীনের আশঙ্কা করেছেন ভুক্তভোগীরা। ২০১০সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট সহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ এক্ষেত্রে বালু দস্যুরা সরকারী ওই আইন অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এবিষয় যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে উপজেলা বাসী। বরিশাল জেলার প্রতিটি উপজেলায় অবৈধ বালু উত্তোলন নিয়ে গনমাধ্যম কর্মীদের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় অনেক খবর দেখাযায়। অবৈধ বালু উত্তোলন ক্ষতিকর এ ব্যাপারে মোটামুটি সবাই একমত। কিন্ত তা কতটা ক্ষতিকর বা এর প্রভাব আমাদের প্রাকৃতিক পরিবেশ কতটা পড়েছে, তা নিয়ে আরও গুরুত্ব ভাবনা জরুরী হয়ে পড়েছে । বিশ্বব্যাপী সম্পদ আহরনের ফলে পরিবেশের উপর উলে­খযোগ্য ক্ষতিকর প্রভাব পড়েছে। তবে কয়লা বা সোনা উত্তোলনের চেয়ে বালু উত্তোলনের নেতিবাচক প্রভাব তুলুনায় কম। উন্নত ও উন্নয়নশীল সব দেশেই বালু উত্তোলন হয়। বিভিন্ন উৎস থেকে বালু উত্তোলনের ইতিবাচক দিকও রয়েছে। দারিদ্রবিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভিদ ও প্রানী নতুন আবাসন ও নতুন জলাধার সৃষ্টিতে এর অবদান রয়েছে। কিন্ত পরিকল্পনার্হীন যত্রতত্র বালু উত্তোন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব কার্যক্রম অবৈধ ঘোষনা করা হলেও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়না। অর্থনৈতিকভাবে বর্ধনশীল দেশ হিসেবে বাংলাদেশে বালু ও পাথর উত্তোলন উলে­খযোগ্য হারে বাড়ছে। শিল্পায়ন নতুন অবকাঠামো নির্মানে বালু ও পাথর অপরিহার্য। ক্রমবর্ধমান জনসংখ্যা বিবেচনায় এইহার ভবিষ্যতআরো বাড়বে। এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব ব্যাপী ভাবনার বিষয়। জাতিসংঘের হিসাব মতে, ২০৫০ সাল নাগাদ আরও ২৫০ কোটি মানুষ নগর বাসি হবে। ফলে অবকাঠামো ও নতুন নির্মাণ চাহিদাও বাড়বে।

আরও খবর

Sponsered content

Powered by