রাজশাহী

সুজানগরে মেডিকেল সেন্টার, অ্যাম্বুলেন্স ও গ্রন্থাগার উদ্বোধন

  প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ৬:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে অবস্থিত শাহাদত-আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের মেডিকেল সেন্টার, অ্যাম্বুলেন্স ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার ট্রাস্টের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

সহযোগী অধ্যাপক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিমুল আকতার, ইউএনও মো.রওশন আলী, ডা. জাহেদী হাসান রুমী, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোরশেদ, এসিল্যান্ড মিনহাজুল ইসলাম ও মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম। এ সময় পিআইও নাজমুল হুদা, উলাট মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমান, ট্রাস্টের পরিচালক মাওলানা ইশতিয়াক, ইমাম মাওলানা গোলাম মোস্তফা, সমাজসেবক শাখাওয়াত হোসেন,জালাল উদ্দিন শেখ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।