আইন-আদালত

হিংসা ও লালসার শিকার পরীমণি

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২১ , ৭:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হিংসা ও লালসার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমণি, এমন দাবি করে তার ন্যায়বিচার ও মুক্তি চেয়ে সমাবেশ করেছেন শিল্পীরা।

শনিবার (২১ আগস্ট) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘শিল্পীর পাশে’ ব্যানারে সমাবেশ করে এ দাবি জানান তারা।

চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতার সঞ্চালনা ও অভিনয়শিল্পী আজাদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী, উম্মে হাবিবা, নাট্য পরিচালক মোস্তফা মনন, শহীদুন নবী, সেতু আরিফ, অভিনেত্রী অনামিকা যুথি, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, সংস্কৃতিকর্মী রোম্মান রশিদ খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘পরীমণির কোনো দোষ নেই। কিন্তু এ সমাজ পুরুষতান্ত্রিক ও পুঁজিবাদীদের। তারা সুযোগ পেলেই নারীদের ব্যবহার করে, আর যখন বিপদে পড়ে তখন নারীদের ঠেলে দেয়। দেশে এর চেয়েও বড় দুর্নীতি হচ্ছে প্রতিনিয়ত। সেগুলোর বিচার হচ্ছে না। অথচ হিংসা, লোভ ও লালসার শিকার পরীমণিকে বিনাদোষে রিমান্ডে দেওয়া হচ্ছে বারবার।’

বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশে যে অরাজকতা, লুটপাট, ধর্ষণ এবং বিচারহীনতা চলছে তার বিপরীতে যেন একটা লোককে পাওয়া গেছে, যাকে সব ধরনের নির্যাতন চালানো যেতে পারে। এর পেছনে ভীষণ শক্তিশালী একটি পক্ষ আছে যারা এগুলো করাচ্ছে। পরীমণির সঙ্গে যা হচ্ছে তা অমানবিক। যে রাষ্ট্র শিল্পীদের সম্মান দিতে জানে না, সে রাষ্ট্রের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে।’

পরীমণির মুক্তি দাবি করে শিল্পীরা বলেন, পরীমণির গ্রেফতার প্রক্রিয়া থেকে শুরু করে তিন তিনবার রিমান্ডে নেওয়া, একইসঙ্গে মিডিয়া ট্রায়ালের জন্য উসকে দেওয়া বেআইনি কাজ। আইনের রক্ষক যারা তারা তো আইন ভঙ্গ করেছে। আইন সবার জন্য সমান চাই। আমরা পরীমণির ন্যায়বিচার এবং দ্রুত জামিন দাবি করছি। আগামী কয়েকদিনের মধ্যে যদি পরীমণির মুক্তি দেওয়া না হয় তাহলে রাজপথে আরও কঠোর আন্দোলন শুরু করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by