আন্তর্জাতিক

সুদানের প্রেসিডেন্ট ভবন দখল

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৮:৩০:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

সুদানের শক্তিশালী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, তারা প্রেসিডেন্টের বাসভবন দখল করেছে। শনিবার আরএসএফ এক বিবৃতিতে এ দাবি করেছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সেনাপ্রধানের বাসভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখল করেছে। এছাড়া উত্তরের শহর মোরোউই এবং পশ্চিমের আল-ওবেইদের বিমানবন্দর তারা দখল করেছে।

আরএসএফ এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার খার্তুমের সোবায় ক্যাম্পে সেনাবাহিনীর একটি বড় ইউনিট প্রবেশ করে এবং সেখানে আধাসামরিক বাহিনীকে অবরুদ্ধ করে ফেলে।’

এতে বলা হয়েছে, সেনা বাহিনী ‘সব ধরনের ভারী এবং হালকা অস্ত্র দিয়ে একটি আকস্মিক আক্রমণ শুরু করেছে।’