আন্তর্জাতিক

আরও ১৪ দিনের জেল হেফাজতে পি কে হালদার

  প্রতিনিধি ৭ জুন ২০২২ , ৬:৪৯:৪৫ প্রিন্ট সংস্করণ

প্রিজন ভ্যান থেকে নামছেন প্রশান্ত কুমার হালদার।

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আরও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ নিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মঙ্গলবার কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে পি কে হালদারকে তোলা হয়। পিকে হালদারদের কাছ থেকে আরও তথ্য পেতে জেরার জন্য তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আগামী ২১ জুন তাকে ফের ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলা হবে।

আদালতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ইডি তদন্তে নেমে এখনো পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা খুলে করছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।

আরও খবর

Sponsered content

Powered by